WestBengalBangla

Feb 17 2024, 16:29

প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার ক্লাস রুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন ভাবে হেনস্থা করার অভিযোগ উঠলো। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায় দফায় চলে স্লোগান ও বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সামশেরগঞ্জ থানায়। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল প্রাঙ্গনে। কিন্তু শনিবার স্কুল এসে হঠাৎ করে চাকুসহ বিভিন্ন অস্ত্র দেখে ছাত্র ছাত্রীদের ভীতি প্রদর্শন শুরু করেন প্রধান শিক্ষক। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে ওঠেন ছাত্র-ছাত্রীরা।

বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন আশেপাশের অভিভাবকরা। তারপরেই কার্যত স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই ঐ শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে ঐ শিক্ষককে বরখাস্ত করার দাবিতে এবং বদলি করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

WestBengalBangla

Feb 17 2024, 16:27

পুলিশের বড়সড় সাফল্য, সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় পুলিশের জালে গ্রেফতার এক ট্রাক ড্রাইভার

এসবি নিউজ ব্যুরো: সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় DEB দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে পাকড়াও এক ট্রাক ডাইভার। অভিযুক্তকে তোলা হয় আদালতে। জানা যায় ধৃত ট্রাক ড্রাইভারের নাম মোশারফ মন্ডল। পুলিশ সূত্রে খবর শনিবার ওই ট্রাক ড্রাইভার ট্রাকে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে কল্যাণী থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল।

তার আগেই কল্যাণীর ঘোড়াগাছা নিজের বাড়িতেই বেশ কয়েকটি সিলিন্ডার নামিয়ে চুরি করছিল গ্যাস। খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে হানা দেয় পুলিশ ও DEB দপ্তরের আধিকারিকরা। এরপর হাতেনাতে ধরে ফেলে ট্রাক ড্রাইভারকে। স্বভাবতই এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভার কতদিন ধরে চোরাকারবার করছিল আর এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে পুলিশ।

WestBengalBangla

Feb 17 2024, 11:31

মালদার ইংরেজবাজার থানার দুই এলাকায় দুটি খুন

এসবি নিউজ ব্যুরো: মালদার ইংরেজবাজার থানার দুই এলাকায় দুটি খুন।আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা মালদার ইংরেজবাজার থানার পাতালচন্ডি এলাকার। মৃত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়।

জানা যায় ইংরেজবাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, একই দিনে ইংরেজবাজারের কুলি পাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে।

সেই সময় পাপন পাসোয়ান নামে অপর এক ভাইয়ের সঙ্গে মদ্যপ বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মারে। 

এদিকে একই দিনে ইংরেজবাজারের জোড়া খুন হওয়ায় চাঞ্চল ছড়িয়েছে।

WestBengalBangla

Feb 16 2024, 19:38

শারীরিক অসুস্থতা কারণে দিল্লি যেতে পারছেন মুকুল রায়

উত্তর ২৪ পরগনা: শারীরিক অসুস্থতার কারনে দিল্লি যেতে পারছেন মুকুল রায়এমনটাই জানালেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। এ্যালকেমিষ্ট চিটফান্ড শুক্রবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু দীর্ঘদিন শারীরিক অসুস্থতা কারণে তার পক্ষে যাওয়া সম্ভব নয়।

এবিষয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, "গত তিনদিন আগে দিল্লিতে থেকে পাঠিয়ে ইডি নোটিশ দিয়েছিল। কিন্তু বাবার শারীরিক অসুস্থতার কারনে তিনি দিল্লি যেতে পারবেন না। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে বাড়িতে এসে কিংবা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে চাইলে আমরা সব রকমভাবে সহযোগিতা করবো।"

WestBengalBangla

Feb 16 2024, 17:22

লেফ্ট ব্যাংক ময়দানে নক আউট ক্রিকেট খেলার উদ্বোধন

এসবি নিউজ ব্যুরো: শুক্রবার লেফ্ট ব্যাংক ময়দানে ৩ দিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।এদিন খেলার উদ্বোধন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান ও সহ সভাপতি ভোলা সিং এবং শ্রমিক নেতা মনোজ তেওয়ারী সহ বিশিষ্ট ব্যক্তিগণেরা।

এদিন প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে শুভ সূচনা করা হয়।তারপর বিশেষ অতিথিরা ময়দানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে তাদের উৎসাহিত করেন।তাছাড়া ব্যাট হাতে বল মেরে প্রথম খেলার উদ্বোধন করেন ব্লকের সহ সভাপতি ভোলা সিং ও খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসেন যুব নেতা মুকুল উপাধ্যায়।এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় জানান, প্রতিটি পঞ্চায়েতের একটি করে দল ও পঞ্চায়েত সমিতির দল এবং স্থানীয় ক্লাবের দলকে সঙ্গে নিয়ে একটি টুর্নামেন্ট করা হয়েছে।মানুষ আনন্দের সঙ্গে এই খেলা অনুভব করছে।

এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী জানান,"দ্বিতীয় বর্ষের এই খেলায় মোট ১৩টি দল অংশ গ্রহন করেন।সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের দল এবং একটি পঞ্চায়েত সমিতির দল সহ লেফ্ট ব্যাংক ঋদ্ধি সিদ্ধি ক্লাব খেলায় অংশ গ্রহণ করেন।বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত এই খেলার শুভারম্ভ করা হয়েছিল।এই খেলা মানুষের মনে সাড়া দিয়েছে।তাই এলাকার মানুষের কাছে অনুরোধ সবাই আসুন খেলার আনন্দ উপভোগ করুন।যুব সমাজকে খেলার প্রতি সমর্থন করুন।"

WestBengalBangla

Feb 16 2024, 17:00

ইডেনে বাংলার মুকেশ এবং জয়সয়ালের বোলিং দাপটে বিপর্যস্ত বিহার

খবর কলকাতা: আজ ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিনে মুখোমুখি বাংলা বনাম বিহার। উল্লেক্ষ্য বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির এটাই অবসর গ্রহণের আগে শেষ ম্যাচ। বাংলা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। খেলার শুরু থেকেই বাংলার বোলার রা বল হাতে আক্রমণাত্মক বোলিং করতে থাকে।

বাংলার বোলিংয়ের কাছে কার্যত পরাজয় স্বীকার করে দ্বিতীয়ার্ধের চা পানের বিরতির আগেই বিহার ১০ উইকেটে ৯৫ রানে শেষ করে তাদের প্রথম ইনিংস। বাংলার হয়ে মুকেশ ও জয়সয়াল ৪ টি করে উইকেট দখল করেন। এছাড়াও কাইফের একটি উইকেট এবং একটি রান আউটে উইকেট পতন ঘটেছে বিহারের।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ১৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলে ব্যাট করছে। ক্রিজে রয়েছেন অভিমুন্যু ঈশ্বরণ ৩৩ (২৭) এবং করণ ১ (২)। বিহারের হয়ে গান্ধীর উইকেট টি দখল করেন বোলার ভীর প্রতাপ।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

WestBengalBangla

Feb 16 2024, 11:39

কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্র প্রদর্শনী

খবর কলকাতা: কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ডেকার্স লেনের পাশে। এই ছবির প্রদর্শনীতে গত ১৪ তারিখ ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস সহ কুনাল ঘোষ, রবীন দেব , বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বাংলার ক্রিকেট অধিনায়ক মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার , শীবশঙ্কর পাল , প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক বিদেশ বসু সহ আরও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।

এই ছবির প্রদর্শনী এতোই জনপ্রিয় হয়েছে যে, ১৪ এবং ১৫ তারিখের নির্ধারিত সূচির বাইরেও সকলের অনুরোধে আরও এক দিন বাড়িয়ে অর্থ্যাৎ আজ ১৬ তারিখ পর্যন্ত চলবে ।

ছবি : কলকাতা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সৌজন্যে।

WestBengalBangla

Feb 16 2024, 11:28

মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার

এসবি নিউজ ব্যুরো: শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার বাজার সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই মিষ্টির দোকানের সিঁড়ি ঘরের তলায় মজুত করা ছিল বিপুল পরিমাণে তাজা বোম৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ইতিমধ্যেই বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কি কারনে মিষ্টির দোকানে বোমা গুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ পুলিশ।

WestBengalBangla

Feb 16 2024, 11:27

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করল বনদপ্তর

এসবি নিউজ ব্যুরো: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাঁকুড়া উত্তর বন বিভাগ এই মুহুর্তে সব মিলিয়ে মোট ৫৩

টি হাতি অবস্থান করছে । বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি রেঞ্জের হাতির অবস্থান বড়জোড়া রেঞ্জের বড়জোড়া-৯টি,দক্ষিণ সরাগড়া-৫টি,মাঝমুড়া-১টি,বেলিয়াতোড় রেন্জের জোড়শাল-২টি,লাদুনিয়া-৪টি,সাতখুলিয়া-১টি,আমলাতোড়-১টি,জি.ঘাঁটি রেঞ্জে কাল্লাপুর-১টি সহ বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২৮ হাতি। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। গত মাসে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটেছে দুই দুটি প্রাণ হানির ঘটনা। তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করল বন দফতর। পাশাপাশি বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতেরও ব্যবস্থা করছে বন দফতর।

শুক্রবার সকালে প্রথম দিনের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময়

গ্রামগুলির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে।হাতি উপদ্রুত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রকে বিপদ প্রবণ হিসাবে চিহ্নিত করেছে বন দফতর। বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল সহ ১৪ টি পরীক্ষাকেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে প্রায় ১২০ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জঙ্গলের রাস্তাগুলিতে যথেষ্ট সংখ্যক হুলা পার্টিও মোতায়েন করা হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া ১০ টি গ্রাম থেকে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছে বন দফতর। এরজন্য বনদপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে মোট ৩০ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র সেই রুট ধরেই পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলির যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

বাঁকুড়ার পাবোয়া, ডাকাইসিনি, কালপাইনি সহ জঙ্গলঘেরা বিভিন্ন গ্রামে সারা বছর হাতির দলের তাণ্ডব লেগে থাকে। হাতির হানায় ফসলের ক্ষতি, বাড়িঘর ভাঙা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগে বন দফতরের এমন উদ্যোগে অনেকটাই স্বস্তিতে পরীক্ষার্থীরা। অনেক নিশ্চিন্ত মনে তারা এবার পরীক্ষায় বসা এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন বলেই দাবি করেছেন পরীক্ষার্থীর সহ অভিভাবকরা।

WestBengalBangla

Feb 15 2024, 18:27

নেশা করায় মানসিক অবসাদের কোপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক

এসবি নিউজ ব্যুরো: যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ, আর সেখানেই নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ভুলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হওয়া যুবকেরা। এবার প্রতিনিয়ত নেশা করায় মানসিক অবসাদের কোপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ৩৮ বছর বয়সী এক যুবক।

স্ত্রী সন্তানদের মুখে একবেলা অন্য জোগাড় করতে না পারলেও নিজের নেশার টাকা ঠিক জোগাড় করে প্রতিনিয়ত নেশা করত নদীয়ার কৃষ্ণনগর রোড গোডাউন পাড়া এলাকার যুবক বিশ্বজিৎ রায়। পরিবারের দাবি, তারা ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখেন ওই যুবক ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে রয়েছে। খবর দেয় পুলিশকে, পুলিশ গিয়ে ঝুলন্ত দেহে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

যুবকের কাকার দাবি, সংসারে তার ছোট ছোট দুটি সন্তান রয়েছে, পেশায় ইলেকট্রিশিয়ান। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পরে সে, আর তার কারণে প্রায়শই মানসিক অবসাদে ভুগছিল। এই আত্মঘাতির পেছনে নেশায় কাল বলে জানাচ্ছেন পরিবার। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে যুবকের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার।